নিম্নের উদ্দেশ্যাবলী বাস্তবায়নের জন্য এ একাডেমি প্রতিষ্ঠা করা হলো। এটি হবে অরাজনৈতিক, অলাভজনক, বেসরকারী, স্বেচ্ছাসেবী এবং দাতব্য সংস্থা। সকল উদ্দেশ্যাবলী বাস্তবায়নের পূর্বে সরকারী কর্তৃপক্ষ/উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি গ্রহণ করতে হবে এবং ২০ ধারার পরিপন্থী উদ্দেশ্যাবলী বাতিল ও অকার্যকর বলে গণ্য হবে।
(ক) বাংলা সাহিত্যের প্রথম সার্থক ও কালজয়ী কথাশিল্পী মোহাম্মদ নজিবর রহমান সাহিত্যরতেœর জীবন, সাহিত্য ও তাঁর অনুসৃত আদর্শকে সর্বদা সমুন্নত ও জাগ্রত রাখার জন্য মোহাম্মদ নজিবর রহমান সাহিত্যরত্ন একাডেমি প্রতিষ্ঠা ও পরিচালনা করা।
(খ) মোহাম্মদ নজিবর রহমান সাহিত্যরত্ন-এর প্রকাশিত-অপ্রকাশিত ও প্রাপ্ত রচনাবলী সংগ্রহ, সংরক্ষণ, মুদ্রণ এবং তার উপর গবেষণা পরিচালনা করা, বিভিন্ন ভাষায় তার অনুবাদ করা, মোহাম্মদ নজিবর রহমান সাহিত্যরত্ন রচিত বিভিন্ন গবেষণামূলক রচনা সংবলিত পত্রিকা প্রকাশ; সভা-সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদির আয়োজন করা।
(গ) জাতীয় আদর্শ, ঐতিহ্যৗ ও মূল্যবোধের নিরিখে সৃজনশীল সাহিত্য, শিল্প, সংস্কৃতির চর্চা, বিকাশ, মূল্যায়ন ও উৎকর্ষ সাধনের চেষ্টা এবং মানাবিক মূলবোধ ও সামাজকল্যাণমূলক কর্মকান্ড পরিচালনা করা।
কর্মসূচীঃ
(ক) মোহাম্মদ নজিবর রহমান সাহিত্যরত্ন রচনাবলী অধ্যয়ন, গবেষণা ও মূল্যায়ন সম্পর্কিত কাজ-কর্ম, সংগঠন ও পরিচালনা, তাঁর জীবন ও দর্শন ব্যাপকভাবে আলোচনা ও প্রচারের উপায় উদ্ভাবন, তাঁর রচনাবলী সংগ্রহ, সংকলন, প্রকাশ ও সংরক্ষণের ব্যবস্থা করা, তাঁর ওপর লিখিত অন্যদের রচনা সংগ্রহ, সংকলন ও প্রকাশ এবং একটি পূর্ণাঙ্গ ও প্রামাণ্য জীবনী গ্রস্থ প্রণয়ন ও প্রকাশের ব্যবস্থা করা।
(খ) জাতীয় পর্যায়ে মোহাম্মদ নজিবর রহমান সাহিত্যরত্ন-এর চর্চা, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যাযে তাঁর রচনাবলী পাঠ্য-তালিকাভুক্তিকরণ এবং বিভিন্ন জাতীয় প্রতিষ্ঠানের মাধ্যমে তাঁর রচনাবলীর যর্থার্থ ম্যল্যায়নের ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে উদ্ধুদ্ধ করা এবং দেশের সর্বত্র স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয় ও গণ-পাঠাগারসমূহে তাঁর রচনাবলী রাখার বন্দোবস্ত করা।
(গ) জাতীয় পর্যায়ে মোহাম্মদ নজিবর রহমান সাহিত্যরত্নকে উপযুক্ত মর্যাদানের উদ্দেশ্যে বিভিন্ন শিক্ষায়তন, গ্রন্থাগার, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান, জনগরুত্বপূর্ণ সংস্থা, সংগঠন, স্থান ও সড়কের নাম ও মহান ব্যক্তির নামে করার উদ্যোগ গ্রহণ করা।
(ঘ) মোহাম্মদ নজিবর রহমান সাহিত্যরত্ন-এর ওপর গবেষণা কর্মের জন্য বৃত্তি প্রদান, এক্ষেত্রে বিশিষ্ট অবদানের জন্য পুরস্কার উপাধি ও সনদপত্র প্রদান করা।
(ঙ) একাডেমির মুখপত্র হিসাবে পত্রিকা প্রকাশের ব্যবস্থা করা।
(চ) যথাযথ মর্যাদার সাথে মোহাম্মদ নজিবর রহমান সাহিত্যরত্ন-এর জন্ম ও মৃত্যুবার্ষিকী পালন ও এ উপলক্ষে ছাত্র-ছাত্রীদের মধ্যে রচনা, সংগীত, আবৃত্তি, চিত্রাঙ্কন, সাধারণ জ্ঞান, কুইজ, বিতর্ক প্রতিযোগিতার ব্যবস্থা করা।
(ছ) বিভিন্ন ধরনের সভা-সেমিনার, আলোচনা, সম্মেলন, প্রদর্শনী, জলসা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা।
(জ) একাডেমির নিজস্ব ভবন তৈরী করে সেখানে একাডেমির অফিস, গ্রন্থাগার, পাঠাগার, গবেষণা সেল তৈরী করা এবং মোহাম্মদ নজিবর রহমান সাহিত্যরত্ন-এর চর্চা, সভা-সেমিনার ও বিভিন্ন সাংস্কৃতিক ও সাহিত্যানুষ্ঠানের জন্য হল নির্মাণ।
(ঝ) দেশের বিভিন্ন স্থানে পরিগঠিত একাডেমির শাখাসমূহ যাতে সুষ্ঠুরূপে গড়ে উঠতে ও কার্যক্রম পরিচালনা করতে পারে সে ব্যাপারে যথাসাধ্য পরামর্শ ও সহযোগিতা প্রদান এবং সম্ভব হলে আর্থিক সাহায্য প্রদান।
প্রতিষ্ঠানের ধরনঃ
এ প্রতিষ্ঠান হবে সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক, বেসরকারী এবং স্বেচ্ছামূলক সাহিত্য, সাহিত্য-সাংস্কৃতিক ও গবেষণাধর্মী প্রতিষ্ঠান। এর আয় ও সম্পদ-সম্পত্তি সবকিছু কেবল একাডেমীর। উদ্যোক্তা বা পরিচালনা বোর্ডের সদস্যরা লভ্যাংশ, বেতন, ভাতা পকেটমানি হিসাবে গ্রহণ করতে পারবে না।